সঙ্গীতশিল্পী মুনাইম বিল্লাহ’র নতুন গান দাস

সঙ্গীতশিল্পী মুনাইম বিল্লাহ’র নতুন গান দাস

সঙ্গীতশিল্পী মুনাইম বিল্লাহ দীর্ঘদিন ধরে গান করছেন। সম্প্রতি এ শিল্পীর নতুন গান প্রকাশিত হয়েছে তার ইউটিউব চ্যানেল ‘মুনাইম বিল্লাহ অফিসিয়াল’-এ। গানটির শিরোনাম ‘দাস’। গানটি চিত্রায়িত হয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে। এটি একটি আধ্যাত্মিক গান।

গানের কথা লেখা ও সুর করেছেন আবুল আলা মাসুম। সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। গানটির সুপারভিশনে ছিলেন মাহফুজ বিল্লাহ শাহী। ভিডিও নির্মাণ করেছেন এইচ আল বান্না। পোস্ট প্রোডাকশন করেছেন এইচ আল হাদী।

গানটি সম্পর্কে শিল্পী মুনাইম বিল্লাহ বলেন, গানটি শুনলে যে কেউ ভাবতে পারেন, এটি কাওয়ালি ধাঁচের গান। তবে তা নয়। মূলত বান্দার সাথে আল্লাহর যে নিবিড় সম্পর্ক, তা উঠে এসেছে গানটির মাধ্যমে। গানটি গাইতে গিয়ে নতুনভাবে নিজেকে তৈরী করতে হয়েছে। একটি লম্বা সময় প্রশিক্ষণের পর গানটিতে কণ্ঠ দিয়েছি যা আমার বিগত সময় করা কাজগুলো থেকে আলাদা। আমরা জানি জীবনমৃত্যুর চেয়েও বড় সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব। রুহের জগত থেকে শুরু করে হাজার বছর ধরে মনিবকে দেখার আকুলতা নিয়ে অনন্ত জীবনের পথে আমাদের যাত্রা। দাসত্বের এই সত্যকে গভীরভাবে উপলব্ধি, মনিবকে দেখার আকুতি নিয়ে মূলত গড়ে উঠেছে গানটি।’

Source: Inqilab

Previous post নতুন গান নিয়ে মুনাইম বিল্লাহ
Next post ভূ-স্বর্গ কাশ্মীরে চিত্রায়িত মুনাইম বিল্লাহ’র গান ‘দাস’

Goto Top