সংগীতশিল্পী মুনাইম বিল্লাহ গান করছেন দীর্ঘদিন থেকে। সম্প্রতি দেশের সংগীত অঙ্গনের পরিচিত এ শিল্পীর নতুন গান প্রকাশ হয়েছে তারই ইউটিউব চ্যানেল ‘মুনাইম বিল্লাহ অফিসিয়াল’। ‘দাস’ শিরোনামের এই গানটি চিত্রায়িত হয়েছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে।
‘আমি তোমারি দাস হয়ে আছি উদাস, তোমার দেখা পেতে, আমি তোমার গোলাম, আবারও হলাম তোমার প্রেমে মেতে’ এমনই কথামালায় গানের বাণী লিখেছেন ও সুর করেছেন আবুল আলা মাসুম। দীর্ঘ সময় ধরে নির্মিত ও বহুল প্রতীক্ষিত এ গানটির সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। গানটির সুপারভিশনে ছিলেন মাহফুজ বিল্লাহ শাহী। ভিডিও নির্মাণ করেছেন এইচ আল বান্না। পোস্ট প্রোডাকশন করেছেন এইচ আল হাদী।
‘দাস’ গানটি প্রসঙ্গে শিল্পী মুনাইম বিল্লাহ বলেন, আমাদের পুরো টিম দীর্ঘ সময় গানটির পেছনে কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। লোকেশন হিসেবে এমন একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে এবং দিনের এমন একটি সময়কে আমরা ধারণ করতে সক্ষম হয়েছি যা গানটির প্রতি সুবিচার করতে পেরেছি বলেই আমার ধারণা। গোধুলি বেলায় কাশ্মীরের ডাল লেকের পানিতে সোনালি আলোরা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এ যেনো অপরূপ কাশ্মীরি রূপের এক অনন্য জলচ্ছবি। ‘দাস’ আমার গানগুলোর মাঝে একটি সোনার পালক। গানটি সবার হৃদয়কেই নাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস।
Source: Protidiner Sangbad